"গয়টার বা গলগণ্ড"(ঘ্যাগ)

"গয়টার বা গলগণ্ড"(ঘ্যাগ)


#গলগণ্ড বা গয়টার কী??
-থাইরয়েড গ্লান্ড ফুলে যাওয়াকে গলগণ্ড বা গয়টার বলে।
#থাইরয়েড গ্লান্ডের অবস্থান কোথায়??
-গলার সামনে মাঝামাঝি এর অবস্থান।
#গলগণ্ডের ঝুঁকিপূর্ণ বিষয়সমূহ:
-পুরুষদের তুলনায় মহিলাদের ক্ষেত্রে গলগণ্ড হওয়ার ঝুঁকি বেশি থাকে।
-বয়স্কদের ক্ষেত্রে গলগণ্ডের ঝুঁকি বেশি।
-কোনো ব্যক্তি বা পরিবারের অন্যকোনো সদস্য আগে থেকেই অটোইমিউন ডিজিজে আক্রান্ত হলে তার গলগণ্ড হওয়ার ঝুঁকি বেশি।
-দৈনন্দিন খাবারের তালিকায় আয়োডিনযুক্ত খাবার কম থাকলে তা গলগণ্ডের ঝুঁকি বৃদ্ধি করে।
-গর্ভাবস্থায় ও মেনোপজের পর গলগণ্ড হওয়ার ঝুঁকি বেশি থাকে।
#গলগণ্ডের কারণ কী??
1.খাদ্যে আয়োডিনের অভাব গয়টারের একটি প্রধান কারণ।
2.শরীর গঠন বা অধিক বৃদ্ধির সময় স্বাভাবিক গয়টার সৃষ্টি হতে পারে।
3.কোনো কারণে গলায় রেডিয়েশন দেয়া হলে পরবর্তী থাইরয়েড গ্লান্ডের ক্যান্সার (ক্যান্সার গয়টার) হওয়ার সম্ভাবনা থাকে।
4.গর্ভাবস্থায় দেহে HCG বা Human Chorionic Gonadotropin নামক হরমোন উৎপাদিত হয়। যার প্রভাবে থাইরয়েড গ্রন্থি আকারে অনেকাংশে বড় হয়ে যেতে পারে।
-গলা ফোলা
-অবসাদ
-ওজনবৃদ্ধি
-ঘাড়ে শক্ত পিন্ড দেখা দেওয়া
-খাবার গিলতে কষ্ট হওয়া
-ঘাড় ফুলে যাওয়া
-বুক জ্বালা
-হঠাৎ গরম অনুভব করা
-পায়ে দুর্বলতা অনুভব করা
-গরম ও ঠাণ্ডা অনুভব করা
-বাহুর দুর্বলতা
-হাড়ের ব্যাথা
#চিকিৎসা :থাইরয়েড গ্লান্ড যেকোনো কারণে একবার ফুলে গেলে এটা বেশির ভাগ ক্ষেত্রেই আর স্বাভাবিক পর্যায় ফিরে যায়না।তাই বেশির ভাগ ক্ষেত্রে সার্জারি প্রয়োজন হয়।
#কেন সার্জারি বা অপারেশন লাগে??
-দেখতে কুৎসিত বা অসুন্দর লাগে।
-গ্লান্ড ফুলে গিয়ে আশপাশের এরিয়ায় চাপ বা প্রেশার দেয়।যার ফলে শ্বাসকষ্ট বা খেতে -ঢোক গিলতে কষ্ট হতে পারে।
-ক্যান্সারে রুপ নিতে পারে।

       সুতরাং, এসব কারণে সঠিক রোগ নিরুপণ ও চিকিৎসার জন্য সার্জনের শরণাপন্ন হওয়া জরুরি।

No comments

Powered by Blogger.