ডাব একপিস ৬০ টাকা, দুটি স্যালাইন ১০ টাকা। আমি কোনটা খাব, কেন খাব?
যেটা প্রাকৃতিক সেটা খাবেন। মানুষের শরীর আর্টিফিশিয়াল নিউট্রিয়েন্টস ঠিকমত ইউটিলাইজ করতে পারে না। অন্যদিকে ডাব প্রাকৃতিক এবং মানুষেরা প্রাচীনকাল থেকেই ডাব খেয়ে আসছে তাই মানবদেহ ডাবের পুষ্টি পুরোপুরি কাজে লাগাতে পারে। তবে স্যালাইন যে খাওয়া যাবে না তেমন কিছু না। তবে সামর্থ্য থাকলে অবশ্যই স্যালাইন এর বদলে ডাব খাওয়া ভালো।
No comments